Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
তৈলাক্ত ত্বক

তৈলাক্ত ত্বকের জন্য সাদা ভিনেগার টোনার

20Fours Desk | আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৪
তৈলাক্ত ত্বকের জন্য সাদা ভিনেগার টোনার

ত্বক নিয়ে বেশি সমস্যায় পড়েন তারা, যাদের ত্বক তৈলাক্ত। তেল চিটচিটে ভাবের জন্য মুখে কোনো কিছুই মানায় না। আবার ত্বকের তৈলাক্ততার জন্য উপরিভাগে বেশি ময়লা জমে। সব মিলিয়ে তৈলাক্ত ত্বক খুব সহজেই ব্রণের আক্রমণের শিকার হয়। ভালো ফেসওয়াশ, দামি ফেসিয়াল ইত্যাদি যত যাই করুন না কেন, তৈলাক্ত ত্বক থেকে মুক্তি মেলে না। কিছুক্ষণ পরই ফিরে আসে তেল চিটচিটে ত্বক আর আপনার মলিন হওয়া চেহারা। ত্বকে তৈলাক্ত ভাব কমাতে ব্র্যান্ডেড, নন-ব্র্যান্ডেড নানা রকমের টোনার রয়েছে। তবে আপনি কি জানেন আপনার ত্বকের ধরন যাই হোক না কেনো আপনার উচিত সবসময় প্রাকৃতিক উপাদান কে প্রাধান্য দেয়া। তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু উপাদান রয়েছে যা আপনার ত্বকের জন্য বেশ উপকারী হয়ে থাকে তেমনি একটি উপাদান নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো টোনার তৈরি পদ্ধতি।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের জন্য সাদা ভিনেগার টোনার তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) সাদা ভিনেগার
(২) পানি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) সমপরিমাণ পানি ও ভিনেগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

(২) এবার তাতে তুলা ভিজিয়ে মুখ ভালো করে মুছে নিন।

এর ফলে মুখের ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা বেরিয়ে যায়। এবং আপনি থাকেন তৈলাক্ততা মুক্ত। তাই এই সহজ টোনার টি ব্যবহার করে আজ থেকেই তৈলাক্ত ভাব কে ঠেকিয়ে দিন এবং সুন্দর থাকুন সবসময়

উপরে