Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
শরতের সানবার্ন

শরতের সানবার্ন থেকে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

20Fours Desk | আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:১৭
শরতের সানবার্ন থেকে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

শরতের আকাশের ঝকঝকে রোদে বের হয়ে নীল আকাশের রূপ দেখে আমরা তার প্রেমে পড়ে যাই। কিন্তু প্রখর রোদের তাপে আমাদের রূপ যায় পুড়ে (সানবার্ন)। তাই এই গরমেও বিশেষ করে শরতের শুষ্কতা থেকে অবশ্যই ত্বককে সুরক্ষা দিতে চায় সবাই। গরমে রোদ, ময়লা-ধুলাবালি আর তাপে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয় এবং বলিরেখা পড়ে। তাই এ সময়ে চাই বাড়তি কিছু যত্ন। আর তাই আজকে আমরা জেনে নিবো শরতের সানবার্ন থেকে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শরতের সানবার্ন থেকে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়ঃ

(১)  কলা, নারিকেলের দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে ময়েশ্চরাইজারের কাজ করে এবং ত্বকের বলিরেখা ও চোখের নিচের কালো দাগ দূর করে।

(২) গোলাপজলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ও সামান্য কর্পূর মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকে সবচেয়ে ভালো টোনার হিসেবে কাজ করে। টোনিং সুস্থ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

(৩) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাক খুব দ্রুত ত্বককে উজ্জ্বল করে।

(৪)  অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে। মেকআপের আগে একটি টিস্যু অথবা পাতলা কাপড়ে নিয়ে ৩০ মিনিট মুখে ভালো করে ঘষুন। এতে মেকআপের পর ত্বক বেশি ঘামাবে না।

(৫) জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।

এছাড়াও প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পরিমাণ পানি পান করুন।নিয়মিত যত্ন নিয়ে ত্বক রাখুন কোমল মসৃণ আর দাগহীন।

উপরে