ত্বকের উজ্জ্বলতায় গাজর এবং আলুর মিশ্রন
ত্বক আরো কিভাবে উজ্জ্বল করে তোলা যায় এবং কিভাবে সে উজ্জ্বলতা ধরে রাখা যায় সে চেষ্টা কেউ কেউ করে থাকেন। এই কর্মব্যস্ত জীবনে এসবের জন্য পার্লারে যাবার সময় হয়ে উঠেনা অধিকাংশেরই। রান্নাঘরে থাকা বিভিন্ন সবজি দিয়েই রুপচর্চার কাজটা অনেকাংশে করে ফেলা যায়। ভাবছেন কিভাবে কি করবেন? আজকের লেখাতে তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বকের উজ্জ্বলতায় গাজর এবং আলুর মিশ্রন এর প্যাক।
দেরি নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের উজ্জ্বলতায় গাজর এবং আলুর মিশ্রন এর প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) গাজর
(২) আলু
(৩) বাঁধাকপির টুকরো
(৪) দুধ।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটা গাজর, একটা আলু এবং কিছু বাঁধাকপির টুকরো কেটে নিন।
(২) এগুলো সিদ্ধ করে ভালভাবে বেটে নিন। এরপর এতে এক চা চামচ দুধ মেশান।
(৩) এখন এই পেষ্টটি মুখে লাগান। শুকিয়ে গেলে ভাল ভাবে মুখটা ধুয়ে ফেলুন।
এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। তাই পুজোর আগেই ত্বকের উজ্জলতা বাড়াতে ব্যবহার করুন এই সবজি প্যাকটি।