Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
প্রাকৃতিক ফেসওয়াশ

তৈলাক্ত ত্বকের জন্য প্রাকৃতিক ফেসওয়াশ

desk | আপডেট : ৫ নভেম্বর, ২০১৮ ০৯:৪৩
তৈলাক্ত ত্বকের জন্য প্রাকৃতিক ফেসওয়াশ

ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত মুখ ধোয়া ও পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস ওয়াশ তৈরি করার সকল জিনিস আপনার ঘরেই আছে। কিন্তু সকল ধরণের ফেসওয়াশ সকল ধরণের ত্বকের জন্য উপযুক্ত নয়। তাই আজকে আমরা জানবো তৈলাক্ত ত্বকের জন্য প্রাকৃতিক ফেসওয়াশ তৈরির উপায়। আর এই প্রাকৃতিক ফেসওয়াশ টি আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ঘরে থাকা ২টি উপাদান দ্বারা আর সেই উপাদান মধু ও লেবুর রস। রূপচর্চাতে মধু এবং লেবুর আলাদা আলাদা গুন রয়েছে তবে আজকে এই উপাদানের তৈরি ফেসওয়াশ এর কথা আমরা আপনাদের জানাবো।

আসুন এবার তাহলে জেনে নেই তৈলাক্ত ত্বকের জন্য প্রাকৃতিক ফেসওয়াশটি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। লেবু
২। মধু

প্রস্তুত প্রানলী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। মধুর সাথে লেবুর রস মিশিয়ে একটি এয়ার টাইট জারে রাখুন এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।ব্যস হয়ে গেলো আপনার তৈলাক্ত ত্বকের জন্য মধু ও লেবুর রসের ফেস ওয়াশ ।

তৈলাক্ত ত্বকের জন্য এসিড নির্ভর ফেস ওয়াশ প্রয়োজন।তাই এই ফেস-ওয়াশ টি আপনার তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি উপকার করবে কেননা লেবু ত্বক পরিষ্কার করে এবং মধু ধুলাবালি, ময়লা ও তেল দূর করে।  তাই রোজ দিন আপনার মুখ পরিষ্কার করারা কাজে এই প্রাকৃতিক ফেস-ওয়াশ টি ব্যবহার করতে পারেন।

উপরে