সৌন্দর্য চর্চাতে কাঠবাদামের সঠিক ময়েশ্চারাইজ
ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং করা অনেক জরুরী একটা ব্যপার কেননা রুক্ষ আবহাওয়ায় ত্বক শুষ্ক ও টান টান হয়ে পড়ে।এছাড়া বাহিরের ধুলাবালি তো আছেই আপনার ত্বকের ক্ষতির জন্য। এমন সময় আমাদের উচিত ত্বকের যত্নে ময়েশ্চারাইজ করা। আর তাই আমাদের আজকের লেখাতে থাকছে কাঠবাদামের ময়েশ্চারাইজ। কাঠবাদামের আলাদা অনেক গুন রয়েছে তবে আজকের লেখাতে থাকছে সৌন্দর্য চর্চাতে কাঠবাদামের সঠিক ময়েশ্চারাইজ তৈরি পদ্ধতি।
আসুন এবার তাহলে জেনে নেই সৌন্দর্য চর্চাতে কাঠবাদামের ময়েশ্চারাইজ তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। কাঠ বাদাম
২। গরম পানি
৩। মধু
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। রাতে হালকা গরম পানিতে কাঠ বাদাম ভিজিয়ে রাখুন।সকালে কাঠ বাদাম নরম হয়ে যাবে। এবার এটা ভালো করে পেস্ট করে নিন।
২। এর সঙ্গে কয়েক ফোঁটা মধু ও অল্প একটু গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ত্বকে লাগান।শুকায় গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।
বাহিরের কেমিক্যাল ময়েশ্চারাইজার না বাসায়ই বানিয়ে নিন কাঠবাদামের এই ময়েশ্চারাইজ ।এই ময়েশ্চারাইজার আপনি আপনার ত্বকের যত্নে সবসময় ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থাকবে সুন্দর সবসময়।