Logo
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
রোদে-পোড়া হাতের যত্ন

রোদে-পোড়া হাতের যত্নে কার্যকারী প্যাক

desk | আপডেট : ৬ নভেম্বর, ২০১৮ ০৯:২৯
রোদে-পোড়া হাতের যত্নে কার্যকারী প্যাক

সময় এখন এমন যে কখন রোদ উঠে আর কখন বৃষ্টি নামে তা বলা মুশকিল বিশেষ করে যারা দুপুর সময়ে বাহিরে বের হয় তাদের অনেক সময় দেখা যায় রোদে পুড়ে কালো হয়ে যায়। ত্বকের প্রতি যারা একটু বেশি কেয়ারফুল তারা হয়তো সানস্ক্রিন ব্যাবহার করেন কিন্তু সেটা মুখের ত্বকে একটু বেশিক্ষণ স্থায়ী হলেও হাতের সানস্ক্রিন খুব বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ যে কোন কাজে আমাদের হাতই যে ব্যবহার করতে হয়। আর তাই সানস্ক্রিনও ধুয়ে বা মুছে যায়। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য তাই রোদে-পোড়া হাতের যত্নে কার্যকারী প্যাক।

আসুন এবার জেনে নেই তাহলে রোদে-পোড়া হাতের যত্নে কার্যকারী প্যাক টি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। টক দই
২। শসার রস
৩। টমেটোর রস
৪। বেসন বা চালের গুড়া

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। এক কাপ টক দই এর সাথে আধা কাপ শসার রস এবং আধা কাপ টমেটোর রস মেশান। তারপর এর সাথে যোগ করুন আধা কাপ বেসন বা চালের গুড়া। সব মিশিয়ে পেস্ট করে নিন।
২। এই প্যাকটি আপনার হাতে, মুখে ও গলায় মেখে ৩০-৩৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক টি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন এবং এভাবে এক মাস ব্ব্যহার করলে দেখবেন রোদে-পোড়া হাতের ত্বকের দাগ হালকা হয়ে গেছে।

উপরে