জেনে নিন সৌন্দর্য চর্চাতে ছোলার ডালের প্যাক
কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার ছোলা।ছোলার ডালে যেমন রয়েছে স্বাস্থ্য উপকারীতা তেমনি রূপচর্চাতেও রয়েছে ছোলার বিশেষ গুনাবলি। ছোলা যে কেবল খাওয়া ছাড়া আরো অন্য কাজে ব্যবহার করা যায় আজকের লেখাতে তাই থাকছে। কি শুনে অবাক লাগছে? ভাবছেন খাওয়া ছাড়া ছোলার আবার কি ব্যবহার থাকতে পারে? চিন্তা আজকে জানাবো সৌন্দর্য চর্চাতে ছোলার ডালের প্যাক এর কথা।
আসুন এবার জেনে নেওয়া যাক সৌন্দর্য চর্চাতে ছোলার ডালের প্যাক টি তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। ছোলা ডাল
২। হলুদ
৩। দুধ
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। অর্ধেক বাটি ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা ছোলার ডালটি ভালো করে বেটে নিন।
২। এর পরে বেটে রাখা ছোলার ডালের মধ্যে ২ চামচ দুধ ও ১ চামচ হলুদ মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।
এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে আপনার ত্বক থাকবে লাবণ্যময় এবং সুন্দর। তাহলে আর দেরি না আজই আপনার সৌন্দর্য চর্চাতে ব্যবহার করুন ছোলার ডাল এর প্যাক এবং সুন্দর থাকুন সবসময়।