খুশকির সমাধান পেতে মেথি আর পেঁয়াজের প্যাক
চুলের নানান সমস্যার মধ্যে খুশকি সমস্যা একটি মারাত্মক সমস্যা। খুশকি থাকলে চুলের সৌন্দর্য নষ্ট হয় সেই সাথে চুলের বৃদ্ধিতেও ব্যঘাত ঘটে। খুশকি সমস্যায় মাথার ত্বকের অবস্থা ও খারাপ হয়ে যায় যার ফলে মাথার ত্বক এ একধরনের চুল্কানির আবির্ভাব দেখা যায়। আর এই খুশকি সমস্যা সমাধানে আমরা অনেক কিছু করে থাকি অনেকেই আছেন দামী নামী ব্যান্ডের শ্যাপমু ব্যবহার করে। এতে ফলাফল পাওয়া যায় তবে আপনি চাইলে আপনার ঘরে থাকা উপাদান দ্বারাও এই সমস্যার সমাধান করে নিতে পারেন এতে করে আপনার টাকা ব্যয় হবেনা। আর আজকের লেখাতে আপনাদের জন্য তাই থাকছে খুশকির সমাধান পেতে মেথি আর পেঁয়াজের প্যাক তৈরি পদ্ধতি।
আসুন এবার জেনে নেই তাহলে খুশকির সমাধান পেতে মেথি আর পেঁয়াজের প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। মেথি
২। পেঁয়াজ কুচি
৩। সরিষার তেল
৪। টক দই
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে আধা কাপ পানিতে ১ টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন।
২। সকালে পানিসহ ভেজানো মেথি, আধা কাপ টক দই, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ সরিষার তেল একসঙ্গে ব্লেন্ড করে নিন।
৩। চুলে বিলি কেটে পুরো স্কাল্পে ভালো করে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
এই প্যাক সপ্তাহে এক দিন ব্যবহারে খুশকি সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এভাবে ২ মাস ব্যবহার করলে আপনার খুশকি সমস্যা সমাধান হবে।