Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
বড় লোমকূপ সমস্যার সমাধান

প্রাকৃতিকভাবে বড় লোমকূপ সমস্যার সমাধান

desk | আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ০৯:১৯
প্রাকৃতিকভাবে বড় লোমকূপ সমস্যার সমাধান

আয়নায় চোখ পড়লেই নাকের দু’পাশে ও গালের ওপরটায় বড় হয়ে যাওয়া লোমকূপগুলো চোখে পড়ে। শুধু দেখতেই বিসদৃশ নয়, লোমকূপ বড় হয়ে গেলে তাতে ধুলোবালি ও তেল জমে ব্রণ এবং ত্বকে অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকেই আছেন যারা এই সমস্যা কে নজর আন্দাজ করে থাকেন যার ফলে নানান রকম বিড়ম্বনা তে পড়ে থাকেন তাই আমাদের উচিত এই সমস্যার সমাধান করা তাই বলে পারলারের সিরিয়ালে বসে থাকবেন না আপনি বাসার আপনার ঘরে থাকা চিনি দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন আর আজকের লেখাতে থাকছে সেই পদ্ধতি টি।

আসুন এবার তাহলে জেনে নেই প্রাকৃতিকভাবে বড় লোমকূপ সমস্যার সমাধানঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১।  চিনি
২। অলিভ অয়েল
৩। লেবুর রস

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। দুই টেবিল চামচ চিনির সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান।
২। এবার মিশ্রণটি দিয়ে ত্বকে ২০-৩০ মিনিট ম্যাসাজ করুন। সবশেষে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুদিন এভাবে যত্ন নিন দেখবেন আপনার বড় লোমকূপ সমস্যার সমাধান হয়ে যাবে।

উপরে