Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঘন মজবুত চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক

ঘন মজবুত চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক

desk | আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ১১:৩৮
ঘন মজবুত চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক

চুল পড়া সমস্যা নারী পুরুষ সবার কাছেই একটি দুঃসংবাদ । ধুলো ময়লা, আবহাওয়া, রোদ এবং সঠিক যত্নের অভাবে চুলের মারাত্মক ক্ষতি হয়। চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। যার ফলে নতুন করে চুল গজানোর হার একেবারেই কমে যায়। এবং চুল পড়ার হার অনেকাংশে বৃদ্ধি পায়। এসকল কারণে চুল হয়ে যায় পাতলা এবং একেবারে নিষ্প্রাণ। কিন্তু ঘন, কালো ও লম্বা চুলের সৌন্দর্য সকলেরই কাম্য। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য ঘন মজবুত চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক। তেঁতুল দিয়ে এতদিন আচার খেয়ে এসেছেন এবার জানবেন তেঁতুলের ভিন্ন গুনের কথা।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ঘন মজবুত চুলের জন্য তেঁতুলের হেয়ার প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। তেঁতুল
২। কুসুম গরম  পানি

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ

১। প্রথমে কুসুম গরম পানিতে তেঁতুল ভিজিয়ে রাখুন এবং তারপর  এই পানিটি চুলে ম্যাসাজ করে লাগান।
২। তারপর কুসুম গরম পানিতে টাওয়াল ভিজিয়ে চুলে পেঁচিয়ে নিন।এভাবে ১৫ মিনিট থাকুন। এরপর ভালভাবে শ্যাম্পু করে নিন।

ব্যস এভাবে প্রতি সপ্তাহে একবার করে এবং টানা ২ মাস এই প্যাক টি ব্যবহার করুন দেখবেন আপনার চুল হবে ঘন এবং মজবুত তাহলে আর চুল পড়া নিয়ে টেনশন না করে ব্যবহার শুরু করে দিন এই তেঁতুলের হেয়ার প্যাক।

উপরে