Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের যত্ন নিন প্রাকৃতিক ময়েশ্চারাইজারে

ত্বকের যত্ন নিন প্রাকৃতিক ময়েশ্চারাইজারে

Desk | আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ২৩:৪১
ত্বকের যত্ন নিন প্রাকৃতিক ময়েশ্চারাইজারে

শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে বাজারে প্রচলিত অনেক লোশন এবং ময়েশ্চারাইজার ক্রিম পাওয়া যায়। তবে সব ধরনের ত্বকেই সেগুলো সমান কার্যকর হয় না। সঠিক ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার না করার ফলে ত্বকের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমদের উচিত বিশেষ করে ত্বকের যত্নে প্রাকৃতিক জিনিস কে প্রাধান্য দেয়া। আর তাই আজকের লেখাতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বকের যত্নে প্রাকৃতিক ময়েশ্চারাইজার।

আসুন এবার তাহলে জেনে নেই ত্বকের যত্নে প্রাকৃতিক ময়েশ্চারাইজার তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১।  টক দই
২। লেবুর রস
৩। মধু
৪। পেঁপে

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে আধা কাপ টক দইয়ের সাথে ৩ টেবিল চামচ চটকানো পেঁপে মিশিয়ে নিন। এবং তারপর এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস ও মধু মিশিয়ে ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন।

২।  এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এটা দিনে একবার করে করবেন। আর এভাবে ব্যবহার করতে পারেন সবসময় এতে করে আপনার স্কিন থাকবে সুন্দর।

উপরে