লেবু ও দুধের প্যাকে দুর হবে ত্বকের অতিরিক্ত তেল
অয়েলি স্কিন আপনার জন্য কতটা বিরক্তকর তা আসলেই তারাই বুঝে যাদের এই সমস্যা রয়েছে। যদি ত্বকে অতিরিক্ত তেল থাকে তাহলে না সেজে শান্তি পাবেন না কোনো কিছু করে। ত্বকের তৈলাক্ততা দূর করতে আমরা কতকিছুই না করে থাকি। আবার অনেক সময় নানান রকম ব্যান্ডেন্ড প্রোডাক্ট ব্যবহার করি যা মুলত অনেক ব্যয়বহুল। তাই আজকে আপনাদের জন্য থাকছে লেবু ও দুধের প্যাক যা আপনার ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব কে করবে বাই বাই।ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ কার্যকর।
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করতে লেবু ও দুধের প্যাক টি তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। লেবুর রস
২। দুধ
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন এবং তারপর এই লেবুর রসের সাথে সঙ্গে ১০ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন।
২। ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন, ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত এক মাস ব্যবহার করুন সপ্তাহে ২দিন দেখবেন আপনার ত্বকের অতিরিক্ত তেল ভাব চলে যাবে। লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে।