ডার্ক সার্কেল দূর করুন আলু ও শসার রসে
শরীর ও মনের যে ক্লান্তি ও চাপ তা গাঢ় ছাপ ফেলে দেয় চোখের ওপর। যারা একটু হলেও সৌন্দর্য সচেতন তারা এই ডার্কসার্কেলকে একটু ভয়ই পান। আর এই ডার্ক সার্কেল হয়ে থাকে মুলত চিন্তা করার কারণে ঘুম ঠিক মত না হওয়ার কারণে এছাড়া আরোও অনেক কারনেই হয়ে থাকে। চোখের নিচে কালি দেখতে বেশ কটু ও লাগে। কালই থাকলে দেখতে কিছুটা অসুস্থ ও মনে হয়। তাই আজকে জানবো ডার্ক সার্কেলবিহীন চোখ পেতে আলু ও শসার রস এর ব্যবহার।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ডার্ক সার্কেলবিহীন চোখ পেতে আলু ও শসার রস এর ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। শশা
২। আলু
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি আলু ও আধখানা শসা ভালো করে থেঁতো করে রস ছেঁকে নিন। একটি কাচের পাত্রে রস নিয়ে ফ্রিজে রেখে দিন।মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিন।
২। ফ্রিজ থেকে রস বের করে নিয়ে তাতে দুই টুকরো তুলা ভিজিয়ে নিন। এই তুলা প্যাডের মতো করে চোখের ওপরে রাখুন।
৩। তুলার প্যাড যেন এত বড় হয় যাতে চোখের আশেপাশের অংশও ঢাকা পড়ে।এভাবে থাকুন ২০ মিনিট। এরপর চোখ-মুখ আবার ভালো করে ধুয়ে নিন।
নিয়মিত এই প্যাক এক মাস ব্যবহার করুন দেখবেন আপনার চোখের নীচের কালো দাগ প্রতিরোধ করে আপনার চোখ রাখবে প্রাণোচ্ছল, দীপ্তিময়।