Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের যত্নে হলুদ গুঁড়ো ও মধুর প্যাক

ত্বকের যত্নে হলুদ গুঁড়ো ও মধুর কার্যকরী প্যাক

Desk | আপডেট : ১০ নভেম্বর, ২০১৮ ০৮:৪৯
ত্বকের যত্নে হলুদ গুঁড়ো ও মধুর কার্যকরী প্যাক

অস্বাস্থ্যকর জীবন যাপন  আর লম্বা সময় ধরে ত্বক ফর্সা করার ক্রীম ব্যবহারে যা রাসায়নিক নির্ভর প্রসাধন সামগ্রী,  ব্যবহারের ফলে আপনার ত্বক আর ও কালো ও প্রাণহীন হয়ে উঠতে পারে। আর এই ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য আমরা অনেক চেষ্টাই করি।আপনি চাইলে কিন্তু  আপনার ত্বককে আগের চাইতে অনেক উজ্জ্বল ও ত্বক ফর্সা  করে ফেলতে পারবেন। আজকে আমরা আপনাদের জন্য তাই নিয়ে এসেছি আপনার ত্বকের যত্নে হলুদ গুঁড়ো ও মধুর কার্যকারী প্যাক এই প্যাক টি ব্যবহারে আপনার ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে আপনার ত্বক করে তুলবে উজ্জ্বল এবং লাবণ্যময়।

আসুন এবার তাহলে জেনে নেই  ত্বকের যত্নে হলুদ গুঁড়ো ও মধুর কার্যকারী প্যাক টি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। হলুদ
২। মধু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।
২। তারপর এই প্যাকটি আপনার মুখের ত্বকে আলতো হাতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৩। ১৫ মিনিট হয়ে গেলে এবং আপনার প্যাকটি শুকিয়ে গেলে তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাক টি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এটি ত্বক ভিতর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। আপনি চাইলে এই প্যাকের সাথে দুধ মিশিয়ে নিতে পারেন।

উপরে