রূপচর্চাতে গাঁদা ফুলের ফেস- প্যাক
আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্যবহার করলে কেমন হয়? আপনি কি জানেন অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ফুল দিয়ে তৈরি হয়? এর কারণ হলো, ফুলে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন। আর এগুলো আপনার ত্বকের জন্য খুবই উপকারী। আর এমনি এক পরিচিত ফুল গাঁদা ফুলের ফেস- প্যাক তৈরি পদ্ধতি আমরা আপনাদের জানাবো।
আসুন তাহলে এবার জেনে নেই রূপচর্চাতে গাঁদা ফুলের ফেস- প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। গাঁদা ফুলের পেস্ট দুই চা– চামচ
২। দই দুই চা–চামচ
৩। ৫ ফোঁটা লেবুর রস
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। গাঁদা ফুলের পেস্ট এর সাথে দই এবং লেবুর রস মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিন।
২। তৈরিকৃত এই মিশ্রণ টি ৩০ মিনিটের মত ঢেকে রাখুন এবং তারপর এই প্যাক মুখে লাগিয়ে নিন এবং ২০ মিনিটের মত রেখে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।
নিয়মিত এই প্যাক টি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। গাঁদা ফুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তোলে।