রূপচর্চায় নারকেল দুধের প্যাক
নারকেলের দুধ অনেক বছর আগে থেকেই ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানেই শুধু নয়, বরং সৌন্দর্য রক্ষায়ও সমানভাবে কাজ করে নারকেল দুধ। ত্বকের যত্নে সবথেকে ভালো হয় প্রাকৃতিক উপাদানগুলো বেচে নেয়া। কেননা প্রাকৃতিক উপাদানগুলোতে কোনো কেমিক্যাল থাকেনা। আপনার ত্বকের যে কোনো সমস্যা সমাধানে অথবা নিয়মিত ত্বকের যত্নে তাই আপনার উচিৎ প্রাকৃতিক উপাদানগুলোকে প্রাধান্য দেয়া। তাই আজকের লেখাতে থাকছে আপনাদের সৌন্দর্য রক্ষার্থে নারকেল দুধের একটি কার্যকারী প্যাক তৈরির পদ্ধতি।
আসুন তাহলে এবার জেনে নেই নারকেল দুধের একটি কার্যকারী প্যাক তৈরির পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। পাকা কলা ২ টেবিল চামচ
২। ৩ টেবিল চামচ নারকেলের দুধ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহারের উপায়ঃ
১। প্রথেম পাকা কলা চটকে একটি পাত্রে নিন এবং তার সাথে ৩ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে ভালো করে নাড়ুন।
২। এরপর আপনার মুখের ত্বক ভালো করে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকে লাগিয়ে নিন এই মিশ্রণ।
৩। এভাবে ১৫ মিনিট অপেক্ষা করুন। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে আধা ঘণ্টা অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে অন্তত সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই আপনার ত্বক থাকবে সুন্দর সবসময়। প্রাকৃতিকভাবে ত্বকের রুক্ষতা দূর করে নারকেলের দুধ সেই সাথে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে এই ফেসপ্যাক এবং নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে নরম,কোমল ও উজ্জ্বল দীপ্তময়।