Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
দাগহীন ত্বক

দাগহীন ত্বক পেতে পেঁয়াজের রস

desk | আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮ ০৯:৫৬
দাগহীন ত্বক পেতে পেঁয়াজের রস

দাগ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। মুখের ত্বকে যখন দাগ দেখা যায় তখন আপনার মনটাও ভালো থাকেনা। আপনার ত্বক ফর্সা না হোক কিন্তু দাগ না থাকলে তবুও ভালো লাগবে। কিন্তু ত্বকে যদি কালো দাগ থাকে তাহলে তা দেখতে বড় বেমানান। দাগ কমিয়ে ফেলতে আমরা কত রকম ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু তা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের লেখাতে দাগহীন ত্বক পেতে পেঁয়াজের  রস এর ব্যবহার।

আসুন তাহলে এবার জেনে নেই দাগহীন ত্বক পেতে পেঁয়াজের  রস  এর ব্যবহারঃ

তৈরিতে যা লাগবেঃ
১টি পেঁয়াজের রস

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ

১। প্রথমে একটি পেঁয়াজের রস করে নিন একটি প্রিজে। তারপর এই রসে একটি তুলোর বল ভিজিয়ে ত্বকের কালো দাগের ওপর ঘষুন।

২। ঘসার পর কিছুক্ষণ রেখে দিন এবং শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস ত্বকের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী। তাই এটি আপনার ত্বকে ব্যবহার করুন সপ্তাহে ৪ দিন এবং এভাবে দাগ না যাওয়া অব্দি ব্যবহার করুন দেখবেন দাগ চলে যাবে।

উপরে