ঘন কালো চুলের জন্য হারবাল উপায়
বয়স বাড়ার সাথে আমাদের চুলের রঙ সাদা হতে থাকে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অনেকেই আছেন যাদের চুল খুব কম বয়সেই সাদা হতে শুরু করে। সাধারণত আমাদের চুলে যে রঞ্জন পদার্থ থাকে সেটি আমাদের চুল কালো করে। বয়স বাড়ার সাথে সাথে রঞ্জন পদার্থটি কমতে থাকে। ফলত চুল সাদা হয়ে যায়। তবে বর্তমানে পারিপার্শিক পরিবেশ এবং শারীরিক সমস্যা এই দুটি কারণেই কম বয়সে অনেকেরই চুল সাদা হয়ে যায়।আর এই পাকা চুল কালো করতে বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ারডাই ব্যবহার করি।কিন্তু ক্রমাগত এই হেয়ারডাই ব্যবহার করার ফলে চুল আরও বেশি পেকে যায়। পাকা চুল কালো করতে এবং চুল ঘন করতে আজকে লেখাতে আপনাদের জন্য থাকছে হারবাল উপায়।
আসুন তাহলে জেনে নেই ঘন কালো চুলের জন্য হারবাল উপায়টিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। নিম পাতা ১০টা
২। ২০টা কালমেঘ পাতা (নার্সারিতে পাওয়া যাবে)
৩। ২কাপ ভৃঙ্গরাজ পাতা ( নার্সারি কিংবা বাড়ীর আশেপাশে খুজলে পেতে পারেন)।
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে তিনটি পাতা তিনটি আলাদা জায়গায় ভিজিয়ে রাখুন কিচ্ছুক্ষণ। তারপর প্রথমে ভৃঙ্গরাজ পাতা ভালো করে পেস্ট করে নিন।
২। এবার এতে কালমেঘ পাতা ও নিম পাতা দিয়ে দিন। তারপর সবগুলো পাতার একটি ঘন পেস্ট করুন এবার এই পেস্ট চুলে ও স্ক্যাল্পে লাগান। লাগানো হয়ে গেলে এভাবে ৬০ মিনিট রাখুন এবং শুকানোর পর ধুয়ে ফেলুন ভালো করে পরিষ্কার করবেন যেনো পাতার গুঁড়ো আটকে না থাকে।
সপ্তাহে ২দিন এই অবলম্বন করবেন দেখবেন আপনার চুল যাবে ঘন এবং কালো।