Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের তারুণ্যতা

ত্বকের তারুণ্যতা ধরে রাখতে স্পেশাল প্যাক

desk | আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ০৯:২১
ত্বকের তারুণ্যতা ধরে রাখতে স্পেশাল প্যাক

চেহারায় আর চালচলনে তারুণ্য ধরে রাখতে কে না চায়? ৩০-৪০ বছরের পর থেকে তারুণ্যের ভাব যেন কিছুটা কমে যেতে শুরু করে। প্রতিদিনের ছোট ছোট কিছু বদঅভ্যাস এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। একটু সচেতনতা আর ভালো কিছু অভ্যাস বা চর্চা চেহারায় সতেজ ভাব ধরে রাখতে পারে। তবে আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে ত্বকের তারুণ্যতা ধরে রাখতে স্পেশাল প্যাক যা আপনার ত্বকের তারুণ্যতা ধরে রাখার পাশাপাশি আপনার ত্বকে আনবে উজ্জলতা।

আসুন তাহলে এবার জেনে নেই ত্বকের তারুণ্যতা ধরে রাখতে স্পেশাল প্যাকটি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। অ্যাাভোকাডো
২। টক দই
৩। হলুদ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে  ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

২। এবার আপনার মুখের ত্বক পরিষ্কার করে নিন এবং তাতে আলতো হাতে প্যাকটি ব্যবহার করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক টি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন দেখবেন আপনার তারুণ্যতা  থাকবে অটুট। অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে। এর অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-এজিং উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

উপরে