সান ট্যান দূর করতে কেশর এর ফেস-প্যাক
গরমের সময় তাপমাত্রা বেড়ে যায়। এ সময় বাইরে গেলে রোদের তাপে ত্বকের ক্ষতি হয়। যতই সানস্ক্রিন লাগিয়ে রোদে যান না কেন ত্বক কালচে হবেই। সান ট্যান সূর্যের আলো থেকে শরীর, বিশেষ করে মুখ নিজের স্বাভাবিক রঙ হারায়। কালো রঙের স্পট দেখা দেয় যে সব জায়গায় সূর্যের আলো বেশি করে লাগে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য সান ট্যান দূর করতে কেশর এর ফেস-প্যাক।
আসুন তাহলে এবার জেনে নেই সান ট্যান দূর করতে কেশর এর ফেস-প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। কেশর ( সুপার শপে পাবেন)
২। চন্দন গুঁড়ো (পরিমানমত)
৩। গোলাপ জল (পরিমানমত)
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। পরিমানমত চন্দন গুঁড়ো, কেশর ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে গোল গোল মাসাজ করুন। মিনিট ১০ রেখে দিন এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
এই প্যাক টি সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন দেখবেন আপনার ত্বকের সান ট্যান দূর করে ত্বককে করে তুলবে ঝকঝকে।