Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
খুশকিকে বলুন বাই বাই

ঘরোয়া পদ্ধতিতে খুশকিকে বলুন বাই বাই

Desk | আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১০:৫৫
ঘরোয়া পদ্ধতিতে খুশকিকে বলুন বাই বাই

খুশকি চুল পড়ার অন্যতম প্রধান কারণ। শীতে এ সমস্যা আরো ভয়াবহ হয়ে ওঠে। তাই শীতে চুলও পড়তে থাকে অনেক বেশি। চুল বিভিন্ন কারণে পড়তে পারে, তবে খুশকি থাকলে চুল পড়বেই। মাথার ত্বক অনুযায়ী, খুশকিও আবার নানা রকম হয়ে থাকে। আবার অতিরিক্ত খুশকির কারণে মাথায় ফাঙ্গাসসহ নানা রকম সংক্রমণ দেখা দেয়। অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয়ে প্রচণ্ড চুলকানি হয়। তবে সব ধকলের শেষ পরিণতি হয় চুল পড়ে পাতলা হয়ে যাওয়া। তাই শুরুতেই খুশকি দূর করা প্রয়োজন। তাই আজকের লেখাতে আমরা তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি ১টি প্যাক যা আপনার খুশকি কে বলবে বাই বাই।

আসুন তাহলে জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি খুশকি প্রতিকারের প্যাকঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১।  ১ টি শশা( ছোট)
২।  ১ টি লেবুর রস
৩। ১ টি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু প্যাকেট

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ১ টি শশাটি নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। একটি ছাঁকনির সাহায্যে শশার রসটুকু ছেঁকে নিতে হবে। এবার একটি বাটিতে শশার রস,  লেবুর রস এবং একটি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু বের করে নিয়ে নিন। ৩ টি উপাদান মিশিয়ে নিন।

২। একটি তুলোর বল নিয়ে মিশ্রনটি তে ডুবিয়ে নিন। মাথার চুলে সিথী কেটে কেটে মিশ্রনটি স্কাল্পে তুলার বলের সাহায্যে লাগিয়ে নিন এবং হাতের আঙুলের সাহায্যে স্কাল্পে ম্যাসাজ করতে থাকুন।১৫ মিনিট রেখে দিন। এরপরে ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন দেখবেন আপনার খুশকি সমস্যা আর থাকবে না। এবং খেয়াল রাখবেন এই প্যাকটি ব্যবহারের সাথে সাথে আপনার ব্যবহৃত টাওয়েল, বালিশের কাভার, চিরুনি, ক্লিপ ইত্যাদি নিয়মিত পরিষ্কার করবেন।

উপরে