চুলের যত্নে পুষ্টিগুন সমৃদ্ধ ঘরোয়া তেল
অপুষ্টিকর চুল মানে দুর্বল চুল। মানুষের শরীর যেমন অপুষ্টিতে ভুগলে নানান রকম সমস্যা দেখা যায় তেমন চুল অপুষ্টিতে ভুগলে চুল পড়া সমস্যা দেখা দেয় চুল রুক্ষ হয় আরো কত কিছু আর এমন সময় চুলের এমন অবস্থা দেখে আমাদের মন ও ভালো থাকে না। কিন্তু আপনি কি জানেন চুলের পুষ্টি ঘাটতির প্রতিকারে তেল সবথেকে কার্যকারী। আর তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে চুলের যত্নে পুষ্টিগুন সমৃদ্ধ ঘরোয়া তেল।
আসুন তাহলে এবার জেনে নেই কিভাবে তৈরি করে নিবেন এই চুলের যত্নে পুষ্টিগুন সমৃদ্ধ ঘরোয়া তেলঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। কারি পাতা
২। মেহেদী পাতা
৩। জবা ফুল
৪। নারকেল তেল
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ৫-৬ টা করে কারি পাতা এবং মেহেদীর ছোট ডাল লাগবে। এছাড়াও জবা ফুল লাগবে ৮-১০ টি। প্রথমে ই কারি পাতা এবং মেহেদী পাতা ডাল থেকে আলাদা করে নিন। জবা ফুলগুলোর পাপড়ি ছাড়িয়ে নিন। সবগুলো পাতা এবং ফুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
২। এরপর একটি বড় প্লেটে পাতা এবং ফুলগুলো রেখে রোদে শুকিয়ে নিন। রোদে শুকাতে কতদিন লাগবে সেটা রোদের তাপের উপর নির্ভর করে। এক্ষেত্রে ডাবল বয়লার বেশ ভালো হয়।
৩। প্রথমে একটি ছোট পাতিলে পানি নিয়ে নিন। পানিটা ফুটতে শুরু করলে পাতিলের উপরে একটি হিট প্রুফ বাটি রাখুন। এবার বাটিতে ১৫০ মিলি কোকোনাট অয়েল ঢালুন।
৪। এর মধ্যে শুকানো কারি পাতা, মেহেদী পাতা এবং জবা ফুল মিশিয়ে নিন। ১০-১৫ মিনিটের মত হালকা আঁচে জ্বাল দিন। জ্বাল দেয়া হয়ে গেলে বাটিটা নামিয়ে ৬-৮ ঘন্টা এভাবেই রেখে দিন। ৬-৮ ঘন্টা পর তেলটা ছেঁকে একটি পরিষ্কার কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ১ মাসের মত তেলটা ভালো থাকবে।
সপ্তাহে ২ দিন রাতে চুলে সিঁথি কেটে কেটে তেলটি পুরো চুলে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। দেখেবন আপনার চুলে পুষ্টিগুন থাকবে এবং চুল থাকবা ভালো।