Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবার

সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবার

desk | আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:৫৩
সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবার
সুন্দর ও সুস্থ ত্বক পেতে সপ্তাহে দুয়েকবার ফেইস স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এতে মৃত কোষ দূর হয় এবং সতেজভাব ফুটে ওঠে। এটা রক্ত সঞ্চালন বাড়ায়, লোমকূপ উন্মুক্ত করে। লোমকূপ পরিষ্কার রাখা প্রয়োজন। তা না হলে ত্বকে ব্রণ ও বলিরেখা দেখা দিতে পারে। তাই আমাদের প্রয়োজন সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবার করা। আমরা বেশিরভাগ সময় পার্লারে গিয়ে ফেসিয়াল ম্যাসাজ করে আসি এতে করে আমাদের সময়ের সাথে আমাদের টাকাও খরচ হয়ে থাকে। তাই আজকের লেখাতে থাকছে সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবার। সেটাও ঘরে তৈরি।
 
চলুন তাহলে জেনে নেওয়া যাক সুন্দর ও সুস্থ ত্বক পেতে স্ক্র্যাবারঃ
 
উপকরণঃ
(১) নারিকেল তেল
(২) চিনি (লাল চিনি বা দেশী চিনি হলে ভাল)
 
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১ টেবিল-চামচ নারিকেল তেল এর সাথে ২ টেবিল-চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিন।
 
(২) । এরপর মুখে লাগিয়ে গোলাকারভাবে মালিশ করুন এক মিনিট ধরে। হাতের কাছে যখন অনেক উপাদান থাকে না তখন এভাবেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব।
 
মরা চামড়া দেহে মিশে থাকে। এগুলো ঠিক মতো পরিষ্কার না করা হলে ব্রণ হওয়া, চুল পড়া, লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। তাই আপনই সহজেই এই পদ্ধতি অবলম্বন করে নিতে পারেন।

উপরে