Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
দীর্ঘসময় ধরে ত্বক ফ্রেশ রাখতে অ্যালোভেরা

দীর্ঘসময় ধরে ত্বক ফ্রেশ রাখতে অ্যালোভেরা

desk | আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১১:২৪
দীর্ঘসময় ধরে ত্বক ফ্রেশ রাখতে অ্যালোভেরা

গায়ের ত্বক নিয়ে অনেকে অহেতুক দুশ্চিন্তায় ভোগেন। আহারে গায়ের ত্বক খসখসে হয়ে যাচ্ছে। চেহারা তাই লাবণ্য হারাচ্ছে। এখন কি করি? এ ধরনের অস্থিরতায় ছটফট করে অনেক মেয়ে। অথচ একটু সচেতন থাকলে, কিছুটা নিয়ম মেনে চললেই নিজের ত্বকের যত্ন  নিজেই করা সম্ভব। আজকের লেখাতে থাকছে দীর্ঘসময় ধরে ত্বক ফ্রেশ রাখতে অ্যালোভেরার ব্যবহার পদ্ধতি। রূপচর্চা বলুন আর সুস্বাস্থ্যেই বলুন অ্যালোভেরার রয়েছে ব্যপকগুন।

চলুন তাহলে জেনে নেই দীর্ঘসময় ধরে ত্বক ফ্রেশ রাখতে অ্যালোভেরার ব্যবহার পদ্ধতিটিঃ

উপকরণঃ
(১) অ্যালোভেরা
(২)  পানি

তৈরি ও  ব্যবহার পদ্ধতিঃ
(১)  পরিমানমত অ্যালোভেরার সাথে পানি মিশিয়ে একটি মিশ্রন তৈরি করে নিন।
(২)  এই মিশ্রনটি ব্যবহার করে নিন বাহিরে বের হওয়ার আগে দেখবেন আপনার ত্বক থাকবে সারাদিন ফ্রেশ।

দীর্ঘ সময় পর্যন্ত ত্বক ফ্রেশ রাখতে চাইলে অ্যালোভেরার এই পদ্ধতি অবলম্বন করুন এছাড়া ত্বক সজীব রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবারও অনেক কাজে দেয়। প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর, তরমুজ, পাকা পেঁপে রাখতে পারেন। খাবারের তালিকায় রঙিন ফলমূলের তালিকা বড় করুন। অবশ্যই আপনার ত্বক সজীব ও সতেজ হয়ে উঠবে।

উপরে