সিল্কি চুল পেতে বেসনের প্যাক
সেই পুরনো আমল থেকেই রূপচর্চায় বেসনের জুড়ি মেলা ভার। মলিন ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনাই হোক, কিম্বা স্যানটান থেকে ত্বককে মুক্ত করাই হোক, বেসন ব্যবহারের কোনও তুলনাই হয় না। বেসন যে শুধু ত্বকের যত্নে ব্যবহার হয় তা কিন্তু নয়, চুলকে ঝলমলে ও লম্বা করতেও বেসনের জুড়ি নেই। চুলকে সিল্কি ও আকর্ষণীয় করতেও বেসন ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকেই। আজকের লেখাতে থাকছে সিল্কি চুল পেতে বেসনের একটি কার্যকারী প্যাকের ব্যবহার এবং তৈরি পদ্ধতি।
চলুন তাহলে জেনে নেওয়া যাক সিল্কি চুল পেতে বেসনের প্যাকঃ
উপকরণঃ
(১) ২ টেবিল চা চামচ বেসন
(২) ১ টি ডিমের সাদা অংশ
(৩) ১ চা চামচ টকদই
(৪) ১/২ চাচামচ লেবুর রস
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
সবগুলো উপাদান দিয়ে প্যাক তৈরি করুন। এরপর চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।
এই হেয়ার প্যাকটি নিয়মিত করাতে চুল হয়ে উঠবে সিল্কি,সাইনি স্বাস্থ্যজ্জল ও সুন্দর। তাহলে আর দেরি কেনো আজই আপনার চুল কে সিল্কি করে নিন বেসনের এই প্যাক ব্যবহার করে।