উজ্জ্বল ত্বক পেতে আয়ুর্বেদিক ফেইসপ্যাক
বাইরের ধুলাবালি, রোদে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আর ত্বকের এই উজ্জ্বলতা কিভাবে ফিরে পাওয়া যায় সে নিয়ে আমাদের ভাবনার শেষ থাকে না। আর তাই আমরা ছুটে যাই পার্লারে কিংবা বাজারের নানান রকম নাইট ক্রিম ব্যবহারের দিকে ঝুকে পড়ি। কিন্তু আপনই যত বেশি আপনার রূপচর্চাতে আয়ুর্বেদিক উপাদান কে প্রাধান্য দিবেন আপনার ত্বকের জন্য তা তত বেশি উপকারী হবে। বাজারের রং ফর্সাকারী পণ্য ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আয়ুর্বেদিক পণ্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আপনি চাইলে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন আয়ুর্বেদিক ফেইস প্যাক। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য উজ্জ্বল ফর্সা ত্বক পেতে আয়ুর্বেদিক ফেইসপ্যাক।
আসুন তাহলে জেনে নেই উজ্জ্বল ফর্সা ত্বক পেতে আয়ুর্বেদিক ফেইসপ্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। ১ টেবিল চামচ চালের গুঁড়ো
২। ১ টেবিল চামচ চন্দনের গুঁড়ো
৩। দুধ পরিমানমত
৪। গোলাপ জল এবং বেসন পরিমানমত
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিন এবং একটি পেস্ট তৈরি করে নিন।
২। এই আয়ুর্বেদিক স্ক্রাব দিয়ে সপ্তাহে একবার মুখ ম্যাসাজ করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের প্রবণতা কমিয়ে থাকে।
প্রাকৃতিক কোনো কিছুর পার্শ্বপ্রতিক্রিয়া থাকেনা। তাই আপনি যত পারবেন প্রাকৃতিক উপাদানগুলো কে কাজে লাগবেন এতে আপনার ত্বক থাকবে ভালো সুন্দর।