স্ট্রেইট চুল পেতে কলা আর মধু
চুল স্ট্রেট (সোজা) করা এখন সাধারণ ব্যাপার। কিন্তু চুল স্ট্রেট করতে বেশ কিছু কেমিক্যাল ছাড়াও হিট দেওয়া হয়। আর এই স্ট্রেট চুল নিয়মিত পরিচর্যা না করলে রুক্ষ ও নির্জীব হয়ে পড়ে। চুল পড়া, চুলের ডগা ভেঙে যাওয়া, মাথার স্কাল্পে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। তাই পার্লারে না গিয়ে ঘরে প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেট করা যায়। এটা দীর্ঘস্থায়ী হয় না আর একটু সময় লাগে। তবে চুলের কোনো ক্ষতি হয় না। আজকের লেখাতে তাই থাকছে স্ট্রেইট চুল পেতে কলা আর মধুর প্যাক। রূপচর্চাতে কলা এবং মধুর ব্যবহার আমরা অনেক দেখেছি তবে আজকের লেখাতে জানবো চুল সোজা করতে এই উপাদানের ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক স্ট্রেইট চুল পেতে কলা আর মধুর প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) কলা
(২) মধু
(৩) দই
(৪) অলিভ অয়েল
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি কলা, কয়েক চামচ মধু, আধা কাপ দই, তিন চামচ অলিভ অয়েল একসঙ্গে ভলো করে মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন।
(২) একটি তোয়ালে মাথায় জড়িয়ে এক ঘণ্টা রাখুন। এরপর চুল ভালো করে ধুয়ে নিন।
ব্যস হয়ে গেলো নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনাকে আর পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করে স্ট্রেইট করতে হচ্ছে না বাসায় বসেই আপনি আপনার চুলকে সহজেই সোজা করে নিতে পারবেন।