Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের উজ্জ্বলতার জন্য পাতিলেবু

ত্বকের উজ্জ্বলতার জন্য পাতিলেবু

Desk | আপডেট : ১ ডিসেম্বর, ২০১৮ ১০:২২
ত্বকের উজ্জ্বলতার জন্য পাতিলেবু

আমাদের হাতের কাছের সবচেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী জিনিসটি রেখে আরেকটু ফর্সা হবার আশায় দামি দামি প্রোডাক্ট ঘষার সাথে সাথে একমাত্র পরিত্রাণের উপায় হয়ে দাড়ায় পার্লার। কিন্তু প্রাকৃতিক উপাদানের ব্যবহারে যে স্থায়ী এবং কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই উজ্জ্বল হওয়া সম্ভব সেটা আমরা ভুলে যাই। আজ আপনাদের সাথে তেমনই একটি প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলব যা আপনার ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে আর তা হলো পাতিলেবু। পাতিলেবুর গুনাগুনের কথা আমাদের সবারই জানা। এটি সুস্থতায় যেমন উপকারি ঠিক রূপচর্চাতেও । আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য ইনস্ট্যান্ট জেল্লার জন্য পাতিলেবুর একটি প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ইনস্ট্যান্ট জেল্লার জন্য পাতিলেবুর প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) পাতিলেবু
(২) চিনি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১ চা-চামচ পাতিলেবুর রস এবং ১ চা-চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে মাসাজ করুন। খুব আলতোভাবে মাসাজ করবেন। চিনি গলে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ব্যস হয়ে গেলো এই প্যাক ব্যবহারে আপনারে ত্বকে ফুটে উঠবে ইনস্ট্যান্ট জেল্লা।তাহলে আর দেরি কেনো আজই আপনার রূপচর্চাতে ব্যবহার করুন এই প্যাকটি এবং সুন্দর থাকুন সবসময়।

উপরে