Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
চোখ চুলকানো সমস্যার সমাধানে শসা

চোখ চুলকানো সমস্যার সমাধানে শসা

Desk | আপডেট : ১ ডিসেম্বর, ২০১৮ ১০:২৮
চোখ চুলকানো সমস্যার সমাধানে শসা

পরিবেশ দূষণ, ধুলা-বালি ইত্যাদি কারণে প্রায় অনেকেরই চোখ চুলকানো বা চোখে জ্বালা-পোড়া হওয়ার সমস্যা হতে দেখা যায়। যারা অতিরিক্ত চোখে হাত দিয়ে থাকেন বা চোখ ঘষাঘষি করেন তাদের এই সমস্যা আরও বেড়ে যায়। ডাক্তারি সমাধান থাকলেও চটজলদি ঘরোয়া উপায়েই চোখের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজকের লেখাতে থাকছে চোখ চুলকানো সমস্যার সমাধানে শসার ব্যবহার। পুষ্টিকর সবজি হিসেবে শশার চাহিদা তুমুল। সালাদ তৈরিতে, কাঁচা কিংবা রান্না করে- সব রকমভাবেই খাওয়া যায় শসা। রূপচর্চার ক্ষেত্রে শসা ছাড়া প্রায় সবকিছুই অপূর্ণ। এতসবকিছুর বাইরেও রয়েছে শসার কিছু ব্যতিক্রমী ব্যবহার। আজকের লেখাতে তাই থাকছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক চোখ চুলকানো সমস্যার সমাধানে শসাঃ

উপকরণঃ
শসা

ব্যবহার পদ্ধতিঃ
একটি শসা ভালোভাবে ধুয়ে, পাতলা টুকরা করে কেটে ১৫ থেকে ২০ মিনিট রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। ঠাণ্ডা হলে দু’চোখের উপর দিয়ে ১০ মিনিট রাখতে হবে।

দিনে চার-পাঁচবার এইভাবে শসা ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।শসায় আছে ‘অ্যান্টি-ইরিটেশন প্রোপার্টিজ’ যা জ্বালা-পোড়া, ফোলাভাব, চুলকানো ইত্যাদি সমস্যায় দারুণ কার্যকর। তাই চোখে চুলকানো বা যেকোনো সমস্যায় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

উপরে