অকালে টাক পড়া ঠেকাতে বীট মূলের জুস
চুল পড়ার সমস্যা নারী পুরুষ সকলের জন্যই বেশ বিব্রতকর এবং যন্ত্রণায়দায়ক একটি ব্যাপার। চুল ঝরা, বিশেষ করে টাক পড়া রোধে অনেকেই নানা ধরণের ওষুধ এবং পথ্য কাজে লাগিয়ে থাকেন। কিন্তু তেমন কোনও ফলাফল নজরে পড়ে না। ছেলেদের ক্ষেত্রে সঠিক সময়ে চুলের যত্ন না নিলে সমস্যা আরও বেশি। কারণ, চুল অকালে ঝরে গিয়ে টাক হওয়ার উপক্রম হয়। অনেক সময়ে শরীরের অন্য কোনও সমস্যার কারণে অকালে অতিরিক্ত চুল ঝরে যেতে পারে। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য অকালে টাক পড়া ঠেকাতে বীট মূলের জুস এর ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক অকালে টাক পড়া ঠেকাতে বীট মূলের জুস এর ব্যবহারঃ
উপকরণঃ
(১) ১টি রগড়ানো বীট মূল
(২) ৩ টেবিল চামচ হেনা
(৩) পরিমাণমত পানি
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে বীটরুটটি থেকে রস বের করে নিন এবং তারপর ওই রসের সঙ্গে হেনা মিশিয়ে নিন এবং পেস্ট তৈরি করুন। পেস্টটি খুব বেশি ঘন করবেন না।
(২) পেস্টটি মাথাল লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। প্রদি সপ্তাহে যত বেশিদিন সম্ভব ব্যবহার করুন। সম্ভব হলে প্রতিদিনই ব্যবহার করুন।
বীট খুবই স্বাস্থ্যকর একটি সবজি। যাতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি, সি এবং প্রোটিন। এটি স্বাস্থ্যকর চুল গজানোতে সহায়ক এবং টাকপড়া প্রতিরোধ করে।