ত্বকের রুক্ষতা দূর করতে অ্যাপেলের প্যাক
শুষ্ক ও রুক্ষ ত্বক শীতকালের একটি সাধারণ সমস্যা। গরমকালে ধুলাবালির কারণে ত্বক শুষ্কতা দেখা দেয়। আর শীতের শুষ্ক বাতাস ত্বকের আদ্রতা শুষে নেয় ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। এছাড়াও বয়সের কারণে, পুষ্টির অভাবে এবং বংশীয় কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হতে পারে। শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে বাজারে প্রচলিত অনেক লোশন এবং ময়েশ্চারাইজার ক্রিম পাওয়া যায়। তবে সব ধরনের ত্বকেই সেগুলো সমান কার্যকর হয় না। সঠিক ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার না করার ফলে ত্বকের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই দরকার ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান। আজকের লেখাতে তাই আপনাদের জন্য থাকছে শীতে ত্বকের রুক্ষতা দূর করতে অ্যাপেলের প্যাক।
চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতে ত্বকের রুক্ষতা দূর করতে অ্যাপেলের প্যাকঃ
উপকরণঃ
(১) পাকা কলা দুই টেবিল চামচ
(২) আপেল (থেঁতলানো) দুই টেবিল চামচ
(৩) মধু এক টেবিল চামচ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) দুই টেবিল চামচ পাকা কলার সাথে আপেল (থেঁতলানো) দুই টেবিল চামচ এবং মধু এক টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে পুরো মুখে দুই মিনিট ম্যাসাজ করে নিন।
(২) এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
শীতে আপনার ত্বকের দূর করতে ঘরোয়া এই প্যাকটি ব্যবহার করে দেখেতে পারেন। এতে করে আপনার ত্বকের রুক্ষতা কেটে যাবে।