ফাটা ঠোঁট
ফাটা ঠোঁটে গোলাপ নির্যাস
এই ঠাণ্ডা আবহাওয়ায় অনেকেই ঠোঁট শুকিয়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। যাদের ঠোঁট ভীষণ শুকিয়ে যায় তাদের একটি বদ অভ্যাস তৈরি হয়। কিছুক্ষণ পর পর জিভ দিয়ে ঠোঁট ভেজানো। অনেকে ভাবেন এটি করলে ঠোট শুকাবে না। কিন্তু এতে ঠোঁট আরো বেশি শুকিয়ে যায় এবং ফেটে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। শীতের সময়ে ঠোঁট ফাটা সমস্যা খুব সহজ কিছু উপায়ে এড়াতে পারেন। আর তার মাঝে সহজ একটি উপায় হচ্ছে গোলাপ নির্যাস। আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো ফাটা ঠোঁটে গোলাপ নির্যাস।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ফাটা ঠোঁটে গোলাপ নির্যাসঃ
উপকরণঃ
(১) গোলাপ পাপড়ি ৬টা
(২) ১/২ কাপ দুধ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১/২ কাপ দুধে পাঁচ-ছ’টা টাটকা গোলাপ পাপড়ি ঘণ্টাদুয়েকের জন্য ভিজিয়ে রাখুন।
(২) তারপর পাপড়িগুলো চটকে পেস্টের মতো করে নিয়ে ঠোঁটে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
একটানা এক সপ্তাহ ব্যবহার করুন পরিবর্তন বুঝতে পারবেন নিজেই। গোলাপের ভিটামিন ই ঠোঁটের স্বাভাবিক রং ধরে রাখে। দুধের ল্যাকটিক অ্যাসিড ভিটামিন আর ফ্যাট ঠোঁটে সজীবতা জোগায়।