Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ত্বকের উজ্জলতা বাড়াতে পাকা পেঁপে

ত্বকের উজ্জলতা বাড়াতে পাকা পেঁপে ভর্তা

Desk | আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ২৩:১২
ত্বকের উজ্জলতা বাড়াতে পাকা পেঁপে ভর্তা

পার্লারে গিয়ে কত রকমেরই না ফেসিয়াল করে থাকেন। এতে সময় ও অর্থ দুই-ই কিন্তু ব্যয় হয় অতিরিক্ত, তাই না? অথচ ঘরে  বসেই বিভিন্ন ফল দিয়ে খুব সহজেই সেরে নেওয়া যায় চমৎকার ফেসিয়াল পর্ব! যা আপনার ত্বকের জন্য খুব উপকারী প্রমাণিত তো হবেই। তারসঙ্গে সময় যেমন বাঁচবে, তেমনি অর্থও। আর তেমনি সহজল্ভ্য একটি উপকারী ফল হচ্ছে পাকা পেঁপে। কাঁচা পেঁপে আমরা যেমন সবজি হিসেবে খেয়ে থাকি তেমনি পাকা পেঁপে আমরা ফল হিসেবে খেয়ে থাকি। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি এটি আপনার ত্বকের জন্যও বেশ কার্যকর । আর আজকের লেখাতে থাকছে তাই আপনাদের জন্য ত্বকের উজ্জলতা বাড়াতে পাকা পেঁপে ভর্তার প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের উজ্জলতা বাড়াতে পাকা পেঁপে ভর্তার প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) পাকা পেঁপের চারভাগের এক অংশ ভর্তা
(২) মধু ২ চামচ
(৩) সামান্য ময়দা

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) পাকা পেঁপে ভর্তা করে নিন। তারসঙ্গে দিন মধু ও সামান্য ময়দা এবং সবগুলো উপকরণের একটি পেস্ট তৈরি করে নিন।

(২) পেস্ট বানিয়ে মুখে লাগান, আধা ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

এই প্যাক ব্যবহারের পরই দেখবেন আপনার ত্বকের তফাৎ । তাহলে আর দেরি কেনো আজই ব্যবহার করুন এই প্যাক আর ত্বকের উজ্জলতা কে বাড়ান ঘরে বসেই।

উপরে