ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে ডাবের পানির সাথে মধু

সৌন্দর্য রক্ষার্থে আমরা কত কিছুই করে থাকি তবে আজকের লেখাতে থাকছে ভিন্ন একটি উপায়। আজকের লেখাতে আপনাদের কোনো প্যাক ব্যবহারের কথা না বরং একটি পানীয় পানের কথা জানানো হবে আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে সাহায্য করবে আর তা হলো ডাবের পানির সাথে মধুর তৈরি পানীয়। ডাবের পানির যেমন স্বাস্থ্য উপকারীতা রয়েছে তেমনি কালো দাগ তুলতে ডাবের পানির রয়েছে ব্যাপক গুন। তেমনি মধুর ব্যবহার প্রাচীণ কাল থেকেই রূপচর্চাতে ব্যবহার হচ্ছে। চলুন এখন আপনাদের জানিয়ে দেয়া যাক ডাবের পানির সাথে মধুর পানীয় তৈরি রেসিপিটা।
যা যা লাগবেঃ
১। এক গ্লাস ডাবের পানি
২। এক চামচ মধু
প্রস্তুত প্রণালীঃ
প্রতিদিন সকালে নাশতার আগে এক গ্লাস ডাবের পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন।
ডাবের পানি এবং মধু মিশিয়ে বানানো পানীয়টিতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন- এ রয়েছে, যা শরীরকে নানা রকমের ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে বাঁচায়। ফলে শরীর ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে। তখন শরীরের উপর যেমন বয়সের ছাপ পরে না, তেমনি ত্বকের সৌন্দর্যও বৃদ্ধি পেতে শুরু করে চোখে পরার মতো।সেই সাথে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।