সৌন্দর্য বাড়িয়ে তুলুন আমলার প্যাকে
আমলকী ফাইলান্থাসি পরিবারের ফাইলান্থুস গুণের এক প্রকার ভেষজ ফলনে। ইংরেজি নাম ‘আমলা’। আমলকির ভেষজ গুণ রয়েছে অনেক। ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। এত সব গুনে ভরা ফলের প্যাকে যখন হবে আপনার রূপচর্চা তখন তো কথাই নেই। আমরা বরাবরই সৌন্দর্য কে বাড়িয়ে তুলতে কত কিছুই করে থাকি। আজকের লেখাতে থাকছে আপনার সৌন্দর্য কে বাড়িয়ে তুলতে আমলার একটি কার্যকারী প্যাক।
আসুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি ও ব্যবহার করা যাবে এই আমলার প্যাকঃ
যা যা লাগবেঃ
১। আমলার গুড়া ২চামচ
২। ২চামচ পাকা পেঁপে
৩। গরম পানি পরিমাণমত
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ২ চামচ আমলা গুঁড়োর সঙ্গে পরিমাণমতো গরম পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে ২ চামচ পেঁপে মেশাতে হবে।
২।পেস্ট তৈরি হয়ে গেলে তা মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এবং তারপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলতে হবে।
নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনার ত্বক হবে ফর্সা ও উজ্জ্বল। তাহলে আর দেরি কেনো আজই আপনার সৌন্দর্য কে বাড়িয়ে তুলুন সহজ এই আমলার প্যাকে।