চুল পড়া ঠেকাতে লাউ দানার রস
শীতের সময় চুল পড়ার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এর কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, ময়লা-ধুলোবালি মাথার তালুতে বেশি জমে এবং অতিরিক্ত ঠান্ডার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তাই এ মৌসুমে চুলের যত্নে আরো সচেতন হওয়া দরকার। আর এটা যদি করতে পারেন সহজ একটি উপায়ে তাহলে তো মন্দ হয়না। শিরোনাম দেখে হয়ত ভাবছেন চুল পড়াতে ঠেকাতে লাউ দানার রস কিভাবে কাজে দিবে?
চলুন তাহলে জেনেই নেই চুল পড়াতে ঠেকাতে লাউ দানার রসের ব্যবহার পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। একটি লাউয়ের সব গুলো দানা (কাঁচা)
২। আধা কাপ নারিকেল তেল
প্রস্তুত ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে লাউয়ের দানা গুলো পিষে নিয়ে তার রস একটি বাটিতে নিবেন।
২। এবং এই লাউয়ের দানার রসের সাথে নারিকেল তেল মিক্সড করবেন এবং তা আপনার মাথার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিবে।
৩। লাগানো শেষ হলে তা রেখে দিবেন এবং শুকিয়ে গেলে চুল শ্যাম্পু করে নিবেন।
এভাবে নিয়মিত এক মাস ব্যবহার করুন ভালো ফল পাবেন কেননা জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন ই-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সহজেই পাওয়া যায় এইন লাউয়ের দানার রসে তাহলে আর দেরি না করে আজই চুল পড়াতে ঠেকাতে লাউ দানার রস ব্যবহার করুন।