ত্বক ফর্সা করার রহস্য কাঁচা দুধ ও চন্দনে
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা ব্যস্ত জীবনে সবসময় নিজের যত্ন ঠিকমতো নেওয়া খুবই মুশকিল। তা ছাড়া দিনদিন পরিবেশও দূষণযুক্ত হয়ে পড়ছে। এতে করে নিজের সৌন্দর্য ধরে রাখা আসলেই ভীষণ মুশকিল। অথচ নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ। আধুনিকযুগে এ কথার সত্যতা অনস্বীকার্য। নারী বা পুরুষ, একটি সুন্দর মুখের কদর কিন্তু সর্বত্রই। আর তাই নিজেকে সুন্দর দেখাতে কে না চায়। তাই সবাই চায় ত্বককে একটু ফর্সা করতে এবং তার জন্য কত কিছুই করে থাকে আপনি যত কিছুই করেন না কেনো আপনার ত্বকের সৌন্দর্যকে বাড়াতে প্রাকৃতিক উপাদান সবথেকে বেশি কার্যকর । আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কাঁচা দুধ ও চন্দনের তৈরি প্যাক। কাঁচা দুধ ও চন্দন সে আদিকাল থেকে রূপচর্চাতে ব্যবহৃত হয়ে আসছে।
আসুন তাহলে এবার জেনে নেই কিভাবে তৈরি করতে হবে এই প্যাকটিঃ
যা যা লাগবেঃ
১। কাঁচা দুধ ২চামচ
২। চন্দন গুঁড়া ১চামচ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। কাঁচা দুধ ও চন্দন একসাথে মিশিয়ে ভাল করে মুখে লাগান। লাগানোর পর কথা বলবেন না।
২। ১৫-২০ মিনিট সময় নিয়ে এটাকে শুকাতে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটি আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে। ত্বকে করবে ফর্সা ও কোমল। ১৫ দিন ব্যবহারে বুঝতে পারবে ত্বকের পরিবর্তন।