স্কিন প্রবলেম দূরে রাখতে অ্যালোভেরা ও হলুদ
আমাদের স্কিনে নানান রকম সমস্যা দেখা দেয় আর সমস্যাগুলো প্রতিরোধ করতে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি। আজকের লেখাতে এমনি দুটি উপাদানের ব্যবহার আপনাদের জানাবো যা আপনার স্কিন প্রবলেম দূরে রাখতে সাহায্য করবে। আর এই দুই উপাদান হলো অ্যালোভেরা এবং হলুদ। অ্যালো ভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না, সেই সঙ্গে নানা ধরনের স্কিন প্রবলেমকেও দূরে রাখে এবং রুপ চর্চাতে হলুদের ব্যবহার প্রাচীন কাল থেকেই এই দুইয়ের সম্বন্ধয়ে তৈরি প্যাক পদ্ধতি আজকের লেখাতে থাকছে।
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক স্কিন প্রবলেম দূরে রাখতে অ্যালোভেরা ও হলুদ প্যাকটি তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। কাঁচা হলুদ বাটা এক চামচ
২। দুধ ১ চামচ
৩। অ্যালোভেরা জেল ২চামচ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। সবগুলো উপাদান একসাথে করে একটি প্যাক তৈরি করে নিন।
২। এরপর মুখের ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে প্যাকটি লাগিয়ে নিন।
৩। ২০মিনিট রেখে দিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে নিন।
হলুদে এমন কিছু উপাদান থাকে, যা ব্রণর প্রকোপ কমায়। অপরদিকে, অ্যালো ভেরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধ ত্বকের পি এইচ লেভেল ঠিক রাখে। ফলে ত্বক নরম হয়। তাহলে আর দেরি নয় আপনার ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে এই প্যাকটি ব্যবহার করুন।