Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
চোখের নিচের কালো দাগ

চোখের নিচের কালো দাগ দূর করুন ময়দা দিয়ে

Desk | আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১২:৪৮
চোখের নিচের কালো দাগ দূর করুন ময়দা দিয়ে

চোখের নিচের কালি অনেকেরই দুশ্চিন্তার কারণ। আবার উল্টোভাবেও বলা যায়, দুশ্চিন্তার কারণেও কালি পড়ে চোখের নিচে।চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। সৌন্দর্যের বর্ণনায় চোখের সৌন্দর্যই সবার আগে। মানুষের চেহারার সবচেয়ে সুন্দর একটি অঙ্গ চোখ। এটি খুব বেশি স্পর্শকাতর। কিন্তু যদি সেই সুন্দর দুটি চোখের নিচে কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল দেখা যায় তাহলে পুরো সৌন্দর্যেই ভাটা পড়ে যায়। তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চোখের নিচের কালো দাগ দূর করতে ময়দার ব্যবহার।

আসুন তাহলে জেনে নেই চোখের নিচের কালো দাগ দূর করতে ময়দার ব্যবহারঃ

যা যা লাগবেঃ
১। আধা চা চামচ ময়দা
২। এক টেবিল চামচ লেবুর রস
৩। এক চা চামচ টমেটোর রস

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ টমেটোর রস ও আধা চা চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

২। এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

৩। এবার নরম তোয়ালে পানিতে ভিজিয়ে চোখের চারপাশ ভালো করে মুছে নিন। এরপর ময়েশ্চারাইজার দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।

নিয়মিত কিছুদিন ব্যবহার করুন দেখবেন আপনার চোখের নীচের কালি আর থাকবে না। তাহলে আর দেরি কেনো আজই আপনার চোখের নীচের কালো দাগ দূর করে নিন ঘরে বসেই।

উপরে