Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
চুলকে খুশকিমুক্ত রাখতে নিমপাতা

চুলকে খুশকিমুক্ত রাখতে নিমপাতা

Desk | আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৯ ১২:৫৬
চুলকে খুশকিমুক্ত রাখতে নিমপাতা

এই মৌসুমে চুলের অন্যান্য সমস্যার পাশাপাশি বেড়ে যেতে পারে খুশকিও। সমস্যাটি ভীষণ রকম অস্বস্তিকর হলেও সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি দূর করা সম্ভব। একটু সচেতন হলে এ সমস্যা এড়ানোও সম্ভব। খুশকি প্রতিরোধে বাজারে বিভিন্ন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু রয়েছে। তবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুগুলোতে থাকা কেমিক্যাল খুশকি দূর করলেও, চুল হারিয়ে ফেলে সতেজতা। অন্যদিকে আবার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করলে ফিরে আসে খুশকি।তাই খুশকি প্রতিকারে সবথেকে ভালো উপায় হলো প্রাকৃতিক উপাদানের ব্যবহার। আর আজকের লেখাতে থাকছে এমনি একটি সহজলভ্য প্রাকৃতিক উপাদানের ব্যবহার আর তা হলো নিমপাতা। নিমপাতার অনেক গুনের কথা আমাদের জানা। আজকে জানবো খুশকি প্রতিকারে নিমপাতার ব্যবহার।


আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক চুলকে খুশকিমুক্ত রাখতে নিমপাতার ব্যবহারঃ

যা যা লাগবেঃ
১। নিমপাতা ৪০ টা
২। গরম পানি ৫ মগ

ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে নিমপাতা ও গরম পানি নিন  তারপর পানিতে নিমপাতা সারারাত ভিজিয়ে রাখুন।

২। পরের দিন সকালে এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে খুশকি কমে যাবে।

তাহলে আর দেরি কেনো আপনার খুশকি সমস্যার সমাধানে আজই নিমপাতার এই সহজ পদ্ধতি অনুসরণ করে নিন দেখবেন খুশকি সমস্যা আর থাকবে না।

উপরে