Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ২টি প্রাকৃতিক উপাদান

Desk | আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৯ ১৩:০৫
ত্বকের যত্নে ২টি প্রাকৃতিক উপাদান

বর্তমান সময়ে আমরা আমাদের ত্বকের যত্নে বাজারের ক্রিম ফেস-প্যাক এগুলোকে প্রাধান্য দিয়ে থাকি যা আমাদের ত্বকের যত্নের পাশাপাশি আমাদের ত্বকের ক্ষতিও করে থাকে। তাই আমাদের উচিত আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান কে প্রাধান্য দেয়া। আর আজকের লেখাতে এমনি দুই উপাদানের কথা আপনাদের জানাবো। আর  তা হলো হলুদের গুঁড়ো এবং গাজরের রস। আদিকাল থেকে ত্বক উজ্জ্বলতা বৃদ্ধিতে হলুদের ব্যবহার হয়ে আসছে। ত্বকের যেকোন কালো দাগ হোক অথবা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হোক, নানী দাদীরা ত্বকে হলুদ ব্যবহার করার পরামর্শ দিতেন।অন্যদিকে গাজরের গুনের কথাও সবার জানা।

আসুন তাহলে এবার জেনে নেই কিভাবে এই ২টি প্রাকৃতিক উপাদান কাজে লাগাবো ত্বকের যত্নেঃ

যা যা লাগবেঃ
১। ৩ টেবিল চামচ গাজরের রস
২। ২ চা চামচ হলুদের গুঁড়ো

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি পাত্রে গাজরের রস এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিন।এবার মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করা লাগান।

২। এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ এবং গাজরের রস ভিটামিন এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ। এটি ত্বকের কোষ সুস্থ রেখে স্বাস্থ্যকর ত্বক পেতে সাহায্য করে। এছাড়াও এই প্যাকটি আপনার ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে করে আপনার ত্বক রাখবে সুন্দর।

উপরে