ব্রণ সমস্যায় শাপলা ফুল
ফুলের রং আর মিষ্টি সুবাসে মন যেমন ভরে ওঠে। ঠিক তেমনি ফুল দিয়ে সাজতে পছন্দও করেন অনেকে। কেউ খোঁপায় ফুল গোঁজেন, তো কেউ হাতে জড়ান বেলি বা বকুল ফুলের মালা। আবার ত্বক ও চুলের যত্নে অন্যান্য প্রাকৃতিক উপাদানের পাশাপাশি ব্যবহার করা হয় ফুল। আর আজকের লেখাতে থাকছে সবার পরিচিত শাপলা ফুলের প্যাক যা আপনার ব্রণ সমস্যার সমাধান করবে। ব্রণ সমস্যা নেই এমন মানুষ বিরল। মুখ ভর্তি ব্রণের যন্ত্রণায় অনেকেই বিপদে আছেন। কতো ওষুধ খেয়েছেন, এটা ওটা মুখে মেখেছেন কিন্তু কোনো কিছুতেই কোনও লাভ হচ্ছে না। ব্রণ তো কমেই নাই বরং বিচ্ছিরি দাগ ও গর্ত হয়ে গেছে।তাদের জন্যই আজ শাপলা ফুলের প্যাক।
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ব্রণ সমস্যা সমাধানে শাপলা ফুলের প্যাক তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। শাপলা ফুল পাতা ৫ টি
২। নিমের তেল ১ চামচ
৩। তিল বাটা ১চামচ
প্রস্তত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে শাপলা ফুলের পাতা গুলো বেটে নিন এবং তার সাথে নিমের তেল এবং তিল বাটা মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিন।
২। এবার মুখের ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে আলতো হাতে এই প্যাকটি লাগিয়ে নিন।
৩। এবার ১৫ মিনিট রেখে দিন এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।
ব্যাস এই প্যাক ব্যবহারে আপনার ব্রণের সমস্যা আর থাকবে না। তাই আজই ব্রণ প্রতিকারে ব্যবহার করুন শাপলা ফুলের এই প্যাক।