নতুন চুল গজাতে সহজ হেয়ার প্যাক
ঘন কালো লম্বা চুল নারী সৌন্দর্য্যের প্রতীক। সকলেই ভালো চুলের অধিকারিণী হতে চান। সুন্দর জেল্লাদার চুল সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু ধুলোবালি, খারাপ জল এছাড়া আরো নানারকম কারণের জন্য চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। পরিবেশের সাথে সাথে শারীরিক নানা ঘাটতি এই চুল পরার কারণ হতে পারে।শরীরে হরমোনের অসম ক্ষরণের জন্যও অনেক সময় চুল পরে যায়। তখন নতুন চুল গজানোর জন্য আমরা নানান রকম হেয়ার প্যাক ব্যবহার করে থাকি। সব প্যাক আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারে না তাই আজকের লেখাতে থাকছে ঘরে থাকা সহজ কিছু উপাদনে তৈরি একটি সহজ প্যাক যা আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক নতুন চুল গজাতে সহজ হেয়ার প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) বড় এক টুকরো আদা
(২) আধকাপ নারকেলের দুধ
(৩) লেবুর রস
(৪) মাইল্ড শ্যাম্পু
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে বড় এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি সুতির কাপড়ে আদার মিশ্রণ দিয়ে ভালো করে চিপে এর রস বের করে নিন।
(২) এবার এর মধ্যে আধকাপ নারকেলের দুধ মিশিয়ে নিন। এবং তার সাথে ১০ ফোঁটা লেবুর রস দিন এবং একটি প্যাক করে নিন।
(৩) বড় দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। এবার এই প্যাক চুল ও মাথার তালুতে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন।
(৪) ৪৫ মিনিট প্যাক লাগিয়ে অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার চুল ভালো করে মুছে বাতাসে শুকিয়ে নিন।
নারকেলের লাউরিক এসিড চুলের রুক্ষতা দূর করে, মাথার তালু পরিষ্কার রাখে এবং চুলের আগা ফাটা দূর করে সেই সাথে লেবুর রসের সাইট্রিক এসিড ও ভিটামিন সি মাথার খুশকি দূর করে এবং সংক্রমণের জীবাণু ধ্বংস করে।টানা কয়েকবার এই প্যাক লাগালে অনেক দ্রুত নতুন চুল গজাবে।