অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেতে হলুদ
রান্নাঘরে গুরুত্বপূর্ণ মশলাগুলোর মধ্যে হলুদ অন্যতম। হলুদ ব্যতীত রান্না কল্পনা করা যায় না। রান্নার ব্যবহৃত এই হলুদ আদিকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করে, কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। কিন্তু আপনই কি জানেন এই হলুদ আপনার অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেতে অনেক কার্যকর। অনেকের মুখে অবঞ্ছিত লোম দেখা যায় যাতে করে নষ্ট হয় সৌন্দর্য। এই লোমের কারণে সবার সামনে বেরোতেও লজ্জা পান অনেকেই। তাই কেউ কেউ এর থেকে মুক্তি পেতে বিউটি পার্লারে গিয়ে থ্রেডিং করিয়ে নেন। কিন্তু আজকে আমরা জানবো হলুদ ব্যবহার করে এই অবাঞ্চিত লোম থেকে মুক্তি পাওয়ার উপায়।
আসুন এবার তাহলে জেনে নেই হলুদ ব্যবহার করে এই অবাঞ্চিত লোম থেকে মুক্তি পাওয়ার উপায়ঃ
যা যা লাগবেঃ
১। এক চা চামচ হলুদের গুঁড়ো
২। এক টেবিল চামচ মধু
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করুন।
২। ২০ মিনিট রেখে দিন এবং শুকানোর আগ পর্যন্ত এটি ত্বকে রাখুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।।
এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন দেখবেন আপনার আর পার্লারে গিয়ে থ্রেডিং করতে হবে না ঘরেই হলুদ ব্যবহারে আপনার অবাঞ্চিত লোমের সমস্যা সমাধান হয়ে যাবে।