Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
চুলের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা

চুলের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা

Desk | আপডেট : ২১ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৭
চুলের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা

চুলের দুর্গন্ধ অনেক বিরক্তিকর একটি সমস্যা। এই সমস্যা গরমকালেই বেশি হতে দেখা যায়। চুল বাঁধা থাকলে মাথার ত্বক ঘেমে চুল দুর্গন্ধ হয়ে যায় অনেক বেশি। এছাড়াও ভেজা চুল বেঁধে রাখার ফলেও চুল দুর্গন্ধ হয়। মাথার ত্বকে খুশকি ও ছোটো ইনফেকশনের যন্ত্রণাতেও চুলের গন্ধ বিশ্রী হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকেই বিব্রতকর অবস্থার সম্মুখীন হন। কিন্তু খুব সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার পরিচিত এবং হাতের কাছে থাকা উপাদানের ব্যবহার করেই আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারেন আর আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে এমনি একটি উপাদানের ব্যবহার আর তা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা চুল সিল্কি করে ঠিক তেমনি এটি আপনার চুলের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে।

আসুন তাহলে এখন জেনে নেওয়া যাক চুলের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরার ব্যবহারঃ

যা যা লাগবেঃ
১। অ্যালোভেরা জেল ( পরিমাণমত)
২। রেগুলার শ্যাম্পু

ব্যবহার পদ্ধতিঃ
১।  চুলের দুর্গন্ধ দূর করতে আগে চুল শ্যাম্পু করে নিন।
২। চুল ধুয়ে মাথার তালু এবং চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে নিন।
৩। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা এখন বেশ সহজলভ্য হয়ে পড়েছে। অনেকের বাড়িতেই দেখা যায় গাছটি।  তেলতেলে তালু বা খুশকির সমস্যার কারণে চুলে দুর্গন্ধ হলে তা দূর করবে অ্যালোভেরা। এছাড়া তা চুল কন্ডিশনের কাজটাও করবে।

উপরে