Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
নাকের ত্বক

নাকের ত্বক মসৃণ করতে যা করবেন

Desk | আপডেট : ২১ জানুয়ারি, ২০১৯ ১৬:০০
নাকের ত্বক মসৃণ করতে যা করবেন

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্ডল শ্রীহীন হয়ে যায়। তাই নাকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ যা ব্যবহার করে আপনি করে নিতে পারেন আপনার নাকের ত্বক মসৃণ। আজকের লেখাতে মুলত আপনাদের জন্য থাকছে সেই উপায়।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক নাকের ত্বক মসৃণ করতে যা করবেন সেই উপায়ঃ

যা যা লাগবেঃ
১। লেবুর রস
২। গাজরের রস
৩। মধু
৪। বেসন

প্রস্তত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ছোট একটি গাজর ব্লেন্ড করে নিন এবং তার রস করে নিন ২ চামচ এই রসের সাথে  ১ চামচ মধু, ১০ থেকে ১২ ফোঁটা লেবুর রস, ও ১ চামচ বেসন একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।

২। এবার এই প্যাকটি আপনার নাকের ত্বকে লাগিয়ে নিন আলতো হাতে এবং ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপনার নাকের ত্বক মসৃণ করতে এই প্যাক বেশ কার্যকর। শুধু ব্ল্যাকহেডস না আপনার সুন্দর নাকের জন্য প্রয়োজন মসৃণতাও তাই এই প্যাকটা ব্যবহার করতে পারেন।

উপরে