ঝলমলে চুলের জন্য মধু
ব্যস্ত জীবনে সময় নিয়ে চুলচর্চার সময় নেই। সকালে গোসল করে হেয়ার ড্রায়ারের প্লাগ অন করতে হয় কেননা জলদি চুল শুকিয়েই বেরিয়ে পড়ার তাড়া। এরপর বাইরের ধুলোবালি আর মাথার ওপর সূর্যের তাপ তো আছেই। চুল থেকে দূষণের ছোপছায়া দূর করতে রোজই প্রায় শ্যাম্পু করতে হয়। আর এসবের ফলে ধীরে ধীরে ঝলমলে চুল হয়ে যায় শুষ্ক আর নিষ্প্রাণ। আএ ঝলমলে চুল সব মেয়েরেই চাওয়া তাই এই প্যাক সেই প্যাক নিয়েই বসে পরে ছুটির দিনে অথবা ছুটে যায় পার্লারে। আজকের লেখাতে থাকছে শুধুর মধুর ব্যবহার যা আপনার চুল করবে ঝলমলে।
আসুন তাহলে জেনে নেই কিভাবে মধুর ব্যবহার করে চুল ঝলমলে করে নেওয়া যায় সেই পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। ৩ চামচ মধু
২। ২ চামচ পানি
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। ৩ চামচ মধু ও ২ চামচ পানি নিয়ে একসাথে মিশ্রণ তৈরি করুন।
২। তারপর আপনার চুলে মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন।
৩। ১ ঘণ্টা রেখে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ভালো ফলাফলের জন্য প্রতি সপ্তাহে একবার এই মিশ্রণটি ব্যবহার করুন। তাহলে আর দেরি কেনো আর পার্লারে ঝলমলে চুল পেতে হবে না ঘরে বসে মধু দিয়ে করে নিন চুল ঝলমলে ।