Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
চেহারায় গোলাপি আভা

চেহারায় গোলাপি আভা লেবু ও শসাতে

Desk | আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৪:০৮
চেহারায় গোলাপি আভা লেবু ও শসাতে

মেকআপের সময় আমরা গালের ওপর হালকা গোলাপি বা পীচ রঙের ব্লাশঅন ব্যবহার করে থাকি। এতে গালের ত্বক হালকা গোলাপি আভা চলে আসে যা মেকআপে পরিপূর্ণতা দেয়। এবং হালকা গোলাপি আভা দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু আপনি কি জানেন প্রাকৃতিকভাবেই আপনি চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তুলতে পারবেন? ভাবছেন কিভাবে, আপনার চিন্তার কিছু নেই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য সেই উপায় যা আপনার চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তুলবে প্রাকৃতিকভাবেই।

আসুন তাহলে জেনে নেওয়া যাক চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তুলার প্রাকৃতিক উপায়ঃ

যা যা লাগবেঃ
১। শসা
২। লেবু
৩। মধু
৪। দুধ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ১ টি তাজা লেবুর রস চিপে নিন। তারপর ১টি শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পাতলা কাপড়ে ছেঁকে চিপে নিয়ে শসার রস বের করে নিন।

২। এবার লেবুর রস ২ টেবিল চামচ, শসার রস ২ টেবিল চামচ, ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধ ভালো করে মিশিয়ে নিন।

৩। প্রতিদিন এই মিশ্রণটি রাতে ঘুমুতে যাওয়ার আগে লাগাবেন। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নেবেন।

নিয়ম করে এই প্যাক ব্যবহার করুন একমাস দেখবেন আর মেক-আপের গোলাপী আভা না আপনার চেহারায় থাকবে আসল গোলাপী আভা।

উপরে