Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
দ্রুত চুল লম্বা করতে

দ্রুত চুল লম্বা করতে একটি বিশেষ হেয়ার মাস্ক

Desk | আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৪:১৩
দ্রুত চুল লম্বা করতে একটি বিশেষ হেয়ার মাস্ক

চুল লম্বা হয় না! আজকাল অনেকেরই এটাই অভিযোগ। অবশ্য আধুনিক জীবন যাত্রায় এত দূষণ, স্ট্রেস আর পুষ্টির অভাবের মাঝে এটাই তো স্বাভাবিক। আজকের লেখাতে আপনাদের জন্য তাই থাকছে দ্রুত চুল লম্বা করতে একটি বিশেষ হেয়ার মাস্ক। আর বিশেষ মাস্কটি তৈরি করতে ব্যবহার করা হবে ডিম এবং মহৌষধ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল হচ্ছে চুল ঘন ও এর বৃদ্ধি ত্বরান্বিত করার সবচাইতে দারুণ উপায়। ভিটামিন ই এবং প্রয়োজনীয় ফ্যাটি এসিড সমৃদ্ধ এই তেলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বরং চুল দ্রুত বড় করতে দারুণ ভূমিকা রাখে এই তেল। অন্যদিকে চুলের বৃদ্ধি বাড়াতে ত্বরান্বিত করতে ডিমের কোন জুড়ি নেই। ডিমে আছে উচ্চ মাত্রার প্রোটিন এবং আয়রন, ফসফরাস, জিংক, সেলেনিয়াম, সালফার।

আসুন এখন তাহলে জেনে নেই দ্রুত চুল লম্বা করতে বিশেষ হেয়ার মাস্ক তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। ডিম দুটি
২। ক্যাস্টর অয়েল কয়েক চামচ ( চুলের দৈর্ঘ্য অনুযায়ী)

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। দুটি ডিম ভেঙ্গে নিন এবং এর সাথে যোগ করে নিন ক্যাস্টর অয়েল কয়েক চামচ।
২। এই মিশ্রণ চুলে ম্যাসাজ করে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন।

নিয়ম করে প্রতি মাসে ২ বার এই প্যাক ব্যবহার করুন দেখবেন আপনার চুল লম্বা তো হবেই সেই সাথে চুল হবে উজ্জ্বল শাইনিং। তবে যদি মাথায় খুশকি থাকলে যোগ করুন কয়েক চামচ লেবুর রস।

উপরে