Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদ এবং কমলার রস

Desk | আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৪:১৬
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদ এবং কমলার রস

নিখুঁত ফর্সা ত্বক আজকাল সব মেয়েরই কাম্য। কিন্তু পরিবেশ, আবহাওয়া, দূষণ বিভিন্ন কারণে আমাদের ত্বক প্রতিনিয়ত তার উজ্জ্বলতা হারাচ্ছে। ঘরোয়া প্যাক ব্যবহার করে খুব সহজেই চেহারার ক্লান্তি ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। আর আজকের লেখাতে তাই থাকছে পরিচিত দুই উপাদানের ব্যবহার যা আপনার ত্বককে করে তুলবে  নিমিষে উজ্জ্বল।

আসুন তাহলে জেনে নেই নিমিষে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদ এবং কমলার রস এর প্যাকটি তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। এক চামচ হলুদ গুঁড়ো
২। কমলার রস পরিমাণমত

প্রস্তত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। এক চামচ হলুদ গুঁড়ো এবং কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
২।  এবার এটি মুখে ম্যাসাজ করে লাগান। ২০ মিনিট পর কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ এবং কমলার রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে কয়েক মিনিটে।তাহলে আর দেরি কেনো আর নয় পার্লারে ঘরোয়া এই দুই উপাদানের তৈরি প্যাক ব্যবহার করুন এবং সুন্দর উজ্জ্বল ত্বক পান সবসময়।

উপরে